চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩৪.৬৮ কোটি টাকা। ২৭,০৩০টি লেনদেনের মাধ্যমে মোট ১.২১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৭৪.৫২ পয়েন্ট কমে দাঁড়ায় ২০,৪৫৯.৫৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১২.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৫১১.০৯-তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ১১.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,২৭৯.২৫ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ১৭.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৫৮.০০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮৭,৯৪২.০৩ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৪০৭.১৪ কোটি টাকায়। সিএসইতে ৩৭৪ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩১৬টির, এর মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ২১৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির। প্রেস বিজ্ঞপ্তি।