সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার রাতে চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন ইউএনও মো. শাহাদাত হোসেন ও পরিসংখ্যান কর্মকর্তা সৌরভ পাল মিঠুন জুটি। রানার আপ হয়েছে প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও শেখ সাইফুল ইসলাম রুবেল জুটি। খেলায় ৩য় স্থান লাভ করেন ডা. নুরউদ্দিন রাশেদ ও ডা. বিবেকানন্দ চক্রবর্তী জুটি। খেলাশেষে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দিদারুল আলম এমপি। এসময় উপস্থিত ছিলেন ইউএনও মো. শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন রাশেদ, মাহিনুর শিপব্রেকিং ইয়ার্ডের পরিচালক মো. নাজমুল হুদা তানভির, বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. নাজমুল হক, প্রিমিয়ার শিপ ইয়ার্ড জিএম মো. নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ্ আলম, প্রেসক্লাব সাবেক সভাপতি এস.এম ফোরকান আবু, এম হেদায়েত উল্লাহ, মো. সেকান্দর হোসাইন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মো. সালাউদ্দিন।