সিজেকেএস জুডো লিগে মোহামেডান চ্যাম্পিয়ন

| শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লি: এর আর্থিক পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ সিজেকেএস জুডো লিগের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় সিজেকেএস জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৩টি গোল্ড,২ টি সিলভার, ২ টি ব্রোঞ্জ সহ মোট ৭ টি পদক পেয়ে চট্টগ্রাম মোহমেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। রেলওয়ে রেঞ্জার্স ২টি গোল্ড,২টি সিলভার, ৩টি ব্রোঞ্জ সহ মোট ৭ টি পদক পেয়ে রানার্স আপ হয়।
এছাড়া হালিশহর লাকী ক্লাব ৫টি, চিটাগাং ক্লাব ৩টি, ফ্রেন্ডস ক্লাব ১টি, বাকলিয়া একাদশ ২টি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কে সি (লাল) ২টি, চিটাগাং রয়েল ২টি, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ১টি, মুক্ত বিহঙ্গ ৩টি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ ৩টি পদক লাভ করে।
সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লি: এর ডিরেক্টর ফাইন্যান্স মোহাম্মদ সেকান্দর।
সিজেকেএস যুগ্ম-সম্পাদক ও জুডো কমিটির ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং জুডো কমিটির যুগ্ম সম্পাদক তুলু-উশ-শামস্‌ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জুডো কমিটির সম্পাদক সৈয়দ জিয়াউদ্দিন সোহেল। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস সাবেক যুগ্ম সম্পাদক ও জুডো কমিটির ভাইস চেয়ারম্যান শাহজাদা আলম, নির্বাহী সদস্য দিদারুল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগে মুক্তবিহঙ্গ ও সিটি ক্লাবের জয়
পরবর্তী নিবন্ধসিটি কর্পোরেশনকে হারিয়ে ফ্রেন্ডস ক্লাবের চমক