জিপিওর গাড়ি চালকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

ফেসবুকে স্ট্যাটাস

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক কর্মকর্তার বিরুদ্ধে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন-এমন অভিযোগে করা একটি মামলায় চট্টগ্রাম জিপিওর গাড়ি চালক মো. আশরাফুল ইসলামের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক এসকেএম তোফায়েল হাসান এ আদেশ দেন। এ সময় আদালতের কাঠগড়ায় আসামি আশরাফ উপস্থিত ছিলেন। এর আগে তিনি মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।
বাদীর আইনজীবী নজরুল ইসলাম সেন্ট আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। সে অনুযায়ী চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্র জানায়, বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও চট্টগ্রাম জিপিওর সহকারী পোস্টমাস্টার সাইফুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন নানা অভিযোগ এনে আশরাফুল ইসলাম তার ফেসবুক আইডি থেকে আপত্তিকর একটি স্ট্যাটাস দেন। এ ঘটনায় সাইফুল ইসলাম চৌধুরী সাইবার ট্রাইব্যুনালে আশরাফুল ইসলামকে আসামি করে মামলা করলে আদালত তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডবলমুরিং থানা পুলিশকে নির্দেশ দেন। ডবলমুরিং থানা পুলিশ অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন জমা দেন।

পূর্ববর্তী নিবন্ধপরীমনি-রাজের বিয়ের বৈধতা জানাতে উকিল নোটিশ
পরবর্তী নিবন্ধপার্কভিউ হাসপাতালের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন