কক্সবাজারের টেকনাফ থানাধীন টেকনাফ-কক্সবাজার সড়কে অভিযান চালিয়ে মো. আইয়ুব (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে প্রায় ৮০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব-৭ চট্টগ্রাম।
জানা যায়, কক্সবাজার এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মিয়ানমার থেকে সাগর পথে ইয়াবা এনে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এবং ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করার উদ্দেশ্যে মজুদ করে রেখেছে এমন তথ্যের ভিত্তিতে গত ১৪ ফেব্রুয়ারি বেলা পৌনে চারটার দিকে র্যাবের একটি আভিযানিক দল টেকনাফ-কক্সবাজার সড়কের পশ্চিম পাশে অভিযান চালিয়ে মো. আইয়ুবকে (৩৭) গ্রেপ্তার করে। এ সময় তার হাতে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য মতে একটি বাড়িতে মাটির নিচে রক্ষিত অবস্থায় ৫৯ হাজার ২০০ ইয়াবা উদ্ধারসহ মোট ৭৯ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি ৩৮ লাখ টাকা।