ভূজপুরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জসিম উদ্দিন(৩০) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে।
আজ সোমবার(১৪ ফেব্রুয়ারি) ভোরে দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার রেশ ধরে উত্তেজিত জনতা অভিযুক্ত মামুনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহ ও ফেসবুক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে জসিম, রফিক, করিম, আক্কাস ও মামুনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে জসিমকে জবাই করে হত্যা করা হয়।
রফিক (৩৫) নামে আরেকজনকে মাথায় কুপিয়ে এবং করিমকে(২৮) কোপ দিলে তার হাতের কবজি পর্যন্ত কেটে যায়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত হয় অন্তত ১০ ব্যক্তি।
পরে এ ঘটনায় জড়িত মামুন গংদের বাড়িতে উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করেছে।
খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, “পারিবারিক কলহে দু’পক্ষে মারামারির ঘটনায় একজন নিহত হয়। আহত হয় বেশ ক’জন। নিহত জসিমের বোন হোসনে আরা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।”