নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে প্রস্তাব আসা নামগুলো আজ সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গতকাল রোববার সন্ধ্যায় সার্চ কমিটির সচিব ও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান। এখনও নাম প্রস্তাব না করা নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আজ সোমবার বিকাল ৫টা পর্যন্ত নাম জমা দিতে পারবে। এরপর সেসব নামসহ এ তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি। খবর বিডিনিউজের।
এর আগে সুপ্রিম কোর্টের জাজেজ কনফারেন্স কক্ষে বিশেষজ্ঞদের নিয়ে তৃতীয় ও শেষ বৈঠক করে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে রাষ্ট্রপতি কর্তৃক গঠিত ছয় সদস্যের সার্চ কমিটি। ওয়েবসাইটে নাম প্রকাশের বিষয়ে সার্চ কমিটির সচিব খন্দকার আনোয়ারুল বলেন, কালকেই ইনশাল্লাহ সন্ধ্যার পরে আমাদের মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত সার্চ কমিটির কাছে ৩২৯ জনের নাম জমা পড়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, এসব নামের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ১৩৬ জনের নাম প্রস্তাব করেছে। পেশাজীবীদের মধ্য থেকে ৪০ জনের এবং ব্যক্তিগত পর্যায় থেকে ৯৯ জনের নামের প্রস্তাব এসেছে। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে সরাসরি নিজে নিজেকে ৩৪ জন এবং মতবিনিময় সভায় আরও ২০ জনের নাম এসেছে। যাদের নাম প্রস্তাব করা হয়েছে তা প্রকাশ করার সিদ্ধান্ত হলেও প্রস্তাবকারীদের নাম প্রকাশ করা হবে না বলে জানান তিনি।
তবে কবে নাগাদ সার্চ কমিটি এই তালিকা চূড়ান্ত হবে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, তালিকা ফাইনাল হওয়ার পরে পরশু দিন (মঙ্গলবার) মিটিং আছে, সেখানে বসে তালিকার বাকি সব ঠিক করা হবে। এদিকে গতকাল সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে আমন্ত্রিতদের মধ্যে ১৮ জন উপস্থিত ছিলেন।
বিএনপির কাছেও নাম চায় সার্চ কমিটি : সিইসি ও নির্বাচন কমিশনারের প্রস্তাবিত নামের তালিকা জমা দিতে রাজনৈতিক দলগুলোর জন্য আরও একদিন সময় বাড়িয়ে সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান বিএনপির কাছেও নাম চেয়েছেন। গতকাল বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি নাম জমা না দেওয়া রাজনৈতিক দলগুলোকে আরও একদিন সময় দেওয়ার বিষয়ে কথা বলছিলেন।
এর আগে বিএনপি সার্চ কমিটিতে নাম প্রস্তাব করবে না বলে জানিয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম প্রস্তাব করতে সার্চ কমিটি প্রস্তাবিত ব্যক্তিদের নামের তালিকা সংগ্রহ করছে।