রাউজান উপজেলার মহামুনি পাহাড়তলী গ্রামের অ্যাডভোকেট ফণীভূষণ চত্বরে মহামুনি তরুণ সংঘের ব্যবস্থাপনায় এবং কনফিডেন্স সিমেন্ট লিমিটেড এর সৌজন্যে আয়োজিত প্রণব স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা ও পুরস্কার বিতরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের কার্যকরী পরিষদের সভাপতি রনজিৎ চৌধুরী বাবলু। প্রধান সুহৃদ হিসেবে উপস্থিত ছিলেন সংঘের অন্যতম পৃষ্ঠপোষক প্রাক্তন লায়ন গভর্ণর লায়ন রূপম কিশোর বড়ুয়া। বিশেষ সুহৃদ হিসেবে উপস্থিত ছিলেন মহামুনি মন্দির ও সংরক্ষণ কমিটির মহাসচিব নবেন্দু বড়ুয়া তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মহামুনি এ্যাংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। অর্ক মুৎসুদ্দি জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন শাওন প্রসাদ বড়ুয়া,অনিক চৌধুরী,সত্যজিত বড়ুয়া সপু,প্রসূণ মুৎসুদ্দী। টুর্নামেন্টে জে.আর কর্পোরেশন চ্যাম্পিয়ন এবং আই.এস জুটি রানার আপ হয়। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিল লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী।