সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে অবৈধ চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। অভিযান চালিয়ে কারখানাটি ধ্বংস করেছে র্যাব-৭। এ সময় কারখানাটি থেকে ১০ হাজার লিটার চোলাই মদ ও ৪০ হাজার লিটার মদ তৈরির উপকরণসহ মো. বিদ্যুৎ খন্দকার (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় দুইজন পালিয়ে গেছে। গত শুক্রবার রাতে ভাটিয়ারি হুনাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভাটিয়ারি এলাকার গভীর পাহাড়ি জঙ্গলে বিশাল মদ তৈরির কারখানায় চোলাই মদ উৎপাদন করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ১০ হাজার লিটার চোলাই মদ ও ৪০ হাজার লিটার মদ তৈরির উপকরণসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় কৌশলে কামাল ও মামুন নামের দুইজন পালিয়ে যায়।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ তৈরির উপকরণ সংগ্রহ করে চোলাই মদ উৎপাদন করে চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে তারা। উদ্ধার চোলাই মদ ও মদ তৈরির উপকরণের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। আটক বিদ্যুৎ খন্দকারকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।