নির্জন গ্রাম্য রাস্তায় এক পথচারীর মোবাইল ছিনতাইকালে জনতার হাতে আটক হয়েছেন এক পুলিশ কনস্টেবল। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ১৪ এপিবিএন সদস্য নিরঞ্জন দাশ (২৪)। পরে উখিয়া থানা পুলিশ এসে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে পালংখালী ইউনিয়ন পরিষদ ভবনের পেছনের গলিতে একটি সিএনজি টেঙিসহ অবস্থান নেন নিরঞ্জন দাশ। ওই রাস্তা দিয়ে ১৪ নং ক্যাম্পের রোহিঙ্গা ও স্থানীয় হাকিমপাড়া গ্রামের লোকজন থাইংখালী বাজারে যাতায়াত করে। ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জনৈক রোহিঙ্গা যুবকের কাছ থেকে পুলিশ পরিচয়ে একটি মোবাইল হাতিয়ে নেন তিনি। রোহিঙ্গা যুবকটি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে কয়েকজন স্থানীয় যুবক ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশের আচরণ সন্দেহজনক দেখে তাকে আটক করে। এ সময় নিরঞ্জনের কাছ থেকে ছিনতাইকৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে তারা। তার শার্টের পকেট থেকে একটি ছুরি, একটি জাতীয় পরিচয়পত্র, পুলিশের পরিচয়পত্র ও মানিব্যাগ পাওয়া যায়। পরে গ্রাম পুলিশ ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকে উখিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। নিরঞ্জন দাশ সুনামগঞ্জের জগন্নাথপুর মেঘেরকান্দি এলাকার রতীম দাশের ছেলে।
এ বিষয়ে জানতে গত রাতে ফোন করলে এপিবিএন সদস্য আটকের বিষয়টি এড়িয়ে যান উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ। পরে জানানো হবে বলে তিনি ফোন রেখে দেন।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হক বলেন, ঘটনাটি জানতে পেরেছি। সে (নিরঞ্জন দাশ) চার ধরে ছুটিতে রয়েছে। এছাড়া সে চাকরিতে অনিয়মিত। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি।