সাবেক এমপি চেমন আরা তৈয়বের পিতার ইন্তেকাল

| শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি চেমন আরা তৈয়বের পিতা ও প্রাক্তন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু তৈয়বের শ্বশুর পটিয়া উপজেলার মনসা গ্রাম নিবাসী হাফেজ জামাল উদ্দিন আহমদ (১০৪) গতকাল শুক্রবার বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনিসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, তিনি পটিয়ার মনসা মুনিরিয়া জামে মসজিদে দীর্ঘ ৬০ বছর খতিব ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমদ, নজরুল ইসলাম এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব ড. মু আনোয়ার হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্রিকেট লিগ রেলিগেশন পর্বে লাকি স্টার এবং সিটি গ্রীন জয়ী
পরবর্তী নিবন্ধতপন বিশ্বাস