খাগরিয়ায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩

নির্বাচনী সহিংসতা

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ার খাগরিয়ায় নির্বাচনী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে মহিলাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো মো. জামাল উদ্দিন (৫০), মো. লোকমান (৩২) ইয়াছমিন আকতার (৩২)। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. জামাল উদ্দিনের বসতঘর থেকে ২টি ওয়ানশুটার গান, ৩ রাউন্ড কার্তুজ ও ২০ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে র‌্যাব-৭ এর একটি দল খাগরিয়ার মোহাম্মদ খালী এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় জড়িত আসামি মো. জামাল উদ্দিন মঙ্গলবার রাতে খাগরিয়ার মোহাম্মদ খালী এলাকায় অবস্থান করার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালায়। এসময় মোহাম্মদ খালী এলাকার মৃত সোনা মিয়ার পুত্র মো. জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতের দেয়া তথ্যের ভিত্তিতে তার বসত ঘর থেকে ২টি ওয়ানশুটার গান, ৩ রাউন্ড কার্তুজ ও ২০ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। ভোট গ্রহণের দিন তাকে সহিংসতার কাজে সহযোগিতা করার কারণে একই এলাকার মৃত সরু মিয়ার ছেলে মো. লোকমান ও মো. ঈসমাইলের স্ত্রী ইয়াছমিন আকতারকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত জামালের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ১৪টি মামলা রয়েছে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধভাইরাল ভিডিওতে বিবি মুসকান খান