বাঁশখালী পৌরসভার মিয়ার বাজারে চৌধুরী মার্কেটে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার(৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনায় মিয়ার বাজারে চৌধুরী মার্কেটে এক লন্ড্রির দোকানের সব মালামাল পুড়ে গেলে আগুন ছড়িয়ে পড়ার আগে ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানান স্থানীয় ব্যবসায়ী জামাল উদ্দিন।
তবে লন্ড্রিটিতে কী পরিমাণ মালামাল ছিল তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি লাকী লন্ড্রির মালিক।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানান।