চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি-৮২’র উদ্যোগে গত ৪ ফেব্রুয়ারি, রহমতগঞ্জস্থ কার্যালয়ে মাঘ-পার্বণের আয়োজন করা হয়। আড্ডা-কবিতা-সংগীত-এর উপাচারে এই আনন্দ-সন্ধ্যায় সভাপতিত্ব করেন জসীম উদ্দীন মাহমুদ। আলোচনায় অংশগ্রহণ নেন, করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা গাজী মোহাম্মদ আলী, লতিফা কবির রাণী, এস এম জাকির হোসাইন, মোহাম্মদ আলী, নেয়াজ আহম্মদ চৌধুরী। সুরজিৎ বড়ুয়ার সঞ্চালনায় কবিতা পাঠ করেন আবু মুসা চৌধুরী, মো. ইউনুস, মইনুল হক জোসেফ ও জামশেদ উদ্দীন। সঙ্গীত পরিবেশন করেন কাবেরী সেনগুপ্ত ও শাহজাহান খান।
শেষ পর্বে বিন্নি ভাত, হাঁসের মাংস ও দই সহযোগে সকলকে আপ্যায়ন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












