এলইডি বাতি স্থাপন করে চট্টগ্রামকে স্মার্ট সিটিতে রূপান্তর করা হবে : মেয়র

| বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত গতকাল মঙ্গলবার অত্যাধুনিক এলইডি বাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এতে প্রায় ৫ কি.মি সড়ক আলোকায়নের আওতায় আসছে।
চসিক পানি ও বিদ্যুৎ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ওয়াসম উদ্দিন চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, রেজাউল বারি ভূঁইয়া, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, সহকারী প্রকৌশলী তোহিদুল ইসলাম প্রমুখ। উদ্বোধনকালে মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নগরীর সড়ক আলোকায়ন একটি জনগুরুত্বপূর্ণ বিষয়। পর্যাপ্ত আলোকায়নের অভাবে রাতে সড়ক অন্ধকারাচ্ছন্ন থাকালে নগরবাসীর দুর্ভোগ, অপরাধ প্রবণতা ও র্দুঘটনা বাড়ে। তাই এই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে নগরীকে স্মার্ট সিটিতে রূপান্তরের আলোকে আলোকায়নের কর্মপরিকল্পনা গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি প্রাক্তন ছাত্র সমিতি ৮২’র মাঘ-পার্বণ
পরবর্তী নিবন্ধমফিজুর রহমান