উত্তর কাট্টলী স্টেডিয়াম পাড়া, আজিম তালুকদার বাড়ী নবীন সংঘ আয়োজিত ডে-নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে উত্তর কাট্টলী মোবারক আলী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা ৩ রানে ডমিনেটর ক্লাবকে পরাজিত করে।
বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশারফ হোসেন দিপ্তি। খেলোয়াড়দের হাতে অন্যান্য ট্রফি তুলে দেন নগর যুবদল সহ সভাপতি শাহেদ আকবর এবং মহসিন তালুকদার, সেলিম উদ্দীন, মহিউদ্দীন চৌধুরী, নগর যুবদল সহ সাধারন সম্পাদক ফেরদৌস আলম, শওকত আলী, জহির উদ্দীন চৌধুরী বাবলু, খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন, সরওয়ার সোহেল, ওয়ার্ড যুবদল সদস্য সচিব আবু তৌহিদ। উপস্থিত ছিলেন দিদার আব্বাস রিপন, ফাহিম উদ্দীন, আসলাম আজমী হিমু,জুয়েল, তারেক মুন্না প্রমুখ।