চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্যকরী সংসদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান গতকাল সোমবার আগ্রাবাদস্থ সি জি ও বিল্ডিংয়ে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি মো. এনায়েত উল্লাহ নব নির্বাচিত সভাপতি নিতাই চন্দ্র দাসকে সংবিধান হস্তান্তর এবং বিদায়ী সাধারণ সম্পাদকের পক্ষে যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম চৌধুরী নব নির্বাচিত সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সমিতির চাবি হস্তান্তরের মাধ্যমে দায়িত্বভার অর্পণ করেন। বিদায়ী সভাপতি মো. এনায়েত উল্লাহর বক্তব্যে নব নির্বাচিত কার্যকরী সংসদকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি