বাংলাদেশ ৮৮’র প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

| মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ৮৮’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী চট্টগ্রাম প্যানেলের বন্ধুরা তিন দিনব্যাপী নানান বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে উদযাপন করেছেন। কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী দিন লাভলেইনস্থ নৌ বাহিনীর মেরিটাইম মিউজিয়ামে বাংলাদেশ ৮৮ স্মারক প্রকাশ, বৃক্ষরোপণ এবং ৮৮ ব্যাচের বন্ধুদের সন্তানদের অংশগ্রহণে প্ল্যাকার্ড লিখন প্রতিযোগিতা; দ্বিতীয় দিন নগরীর সিআরবি এলাকায়, স্টেশন রোড এবং গরিব উল্লাহ শাহ মাজার এলাকায় পথশিশু ও দুঃস্থদের খাদ্য বিতরণ, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়; অনুষ্ঠানের শেষ দিন পরলোকগত ও অসুস্থ বন্ধুদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল এবং তবরুক বিতরণ, বাংলাদেশ ৮৮ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এছাড়াও শহীদ জায়া জেসমিন আলম ও ডা. আইরিন সুলতানাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
চট্টগ্রাম প্যানেলের আহ্বায়ক ডা. মনজুরুল করিম বিপ্লবের সভাপতিত্বে সভায় তিনি বলেন, বাংলাদেশ ৮৮ বন্ধুরা মানবিক কাজে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে দেশ ও সমাজ উপকৃত হবে। প্রতিটি সংগঠনকে এই ধরনের সৃজনশীল মানবিক কর্মসূচিতে এগিয়ে আসা উচিত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিল মো. রেজাউল করিম। এতে আরও বক্তব্য রাখেন জসীম উদ্দীন মিথুন, আরশাদ হোসেন, মহিউদ্দিন মঈনুল, মহিউদ্দিন আহমেদ, জি এম মোস্তফা, ফরিদা দুলারী, লিয়াকত আলী লাকী, এন এম তালুজদার, মো. জোবায়ের, শামসুল হুদা কিরণ, নারগিস সুলতানা সীমা, জোবায়দা মুন্নী, শহিদুল ইসলাম, মো. আলতাফ, রীতু পারভী, মো. জাহাঙ্গীর, হাসিনা মমতাজ জোনাকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহযরত আহমদ ছাফা ইবতেদায়ী মাদ্রাসা প্রবাসী পরিষদের কাউন্সিল
পরবর্তী নিবন্ধকর আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ