রাউজানে পুকুরে ডুবে সাফোয়ান নুর নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আশরাফ আলী চৌধুরীহাট এলাকার এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যান শিশু সাফোয়ান নুর। খোঁজাখুজি করতে গিয়ে পুকুরে তার ভাসমান অবস্থায় লাশ পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত শিশু সাফোয়ান নুর ওমান প্রবাসী দিদারুল আলমের তিন সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান।