সিজেকেএস আয়োজিত কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোরে উন্নীত হয়েছে রাইজিং স্টার ক্লাব জুনিয়র। গতকাল রোববার অনুষ্ঠিত খেলায় তারা ৬ উইকেটে ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবকে পরাজিত করে। এ জয়ের সুবাদে ‘ডি’ গ্রুপ থেকে ৩ জয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে তারা সুপার ফোরে গেল। অন্যদিকে তিনটি খেলার তিনটিতেই পরাজিত হওয়ায় লাকী স্টারকে খেলতে হবে রেলিগেশন লিগে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় টসে জিতে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব প্রথমে ব্যাট করতে নামে। ৪৪.৩ ওভার খেলেই সব উইকেট হারিয়ে ফেলে তারা মাত্র ১০৩ রানে। দলের পক্ষে সোহানুর সূর্য ২১, জুনায়েদ হাসান ২২,জসিম উদ্দিন আরমান ১০ এবং মাহারাজুল আলম ১৫ রান করেন। রাইজিং ষ্টার স্টার জুনিয়রের প্রিয়ন্ত বড়ুয়া ১৩ রানে এবং ইরফাতুজ্জামান ২৬ রানে ৩টি করে উইকেট দখল করেন। সাদিদ খান ২টি,সাদ্দাম হোসেন এবং আকিবুল ইসলাম ১টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে রাইজিং স্টার জুনিয়র ২৮.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ১০৫ রানে পৌঁছে যায়। ওপেনার মোরশেদ চৌধুরী অপরাজিত ৪৮ এবং সাজিদ হাসান ৩২ রান করেন। অতিরিক্ত রান হয় ১১। ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবের সোহানুর সূর্য ২টি,আবদুল্লাহ আল নোমান এবং রেজাউল হোসেন ১টি করে উইকেট নেন।
মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের খেলায় স্টার ক্লাব ৩ উইকেটে লিটল ব্রাদার্সকে পরাজিত করে। এ গ্রুপ থেকে আগেই শতদল জুনিয়র সুপার ফোর নিশ্চিত করেছে। লিটল ব্রাদার্স তাদের তিনটি খেলাতেই হার মানায় তাদেরকেও রেলিগেশন লিগে খেলতে হবে। গতকাল টসে জিতে লিটল ব্রাদার্স প্রথমে ব্যাট করে। ৩৫.২ ওভার খেলে ১৮০ রান সংগ্রহ করে তারা। জাবের হোসেন সর্বোচ্চ ৬১ রান করেন। এছাড়া ওসমান গনি ৪৭,মো. শাহেদ ৩৪ এবং খালেদ বিন শাহিন ১৩ রান করেন। স্টার ক্লাবের আরিফ হোসেন ৩টি,মিরাজুল ইসলাম এবং রিজওয়ান ইসলাম ২টি করে উইকেট নেন। তানভীর উদ্দিন,নওশাদ ইকবাল এবং মোহাম্মদ জাবেদ ১টি করে উইকেট পান। জবাব দিতে নেমে স্টার ক্লাব ৭ উইকেট হারিয়ে ৩৪.৫ ওভার খেলে ১৮৩ রান তুলে ফেলে। দলের নওশাদ ইকবাল অপরাজিত ৪৬,শহীদুল ইসলাম ৩৭, মিরাজুল ইসলাম মুন ৩০ এবং নাজমুল হুদা মিনহাজ ১৭ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৪ রান। লিটল ব্রাদার্সের খালেদ বিন শাহিন ৩টি উইকেট দখল করেন। এছাড়া মো. সাকিব,জাবের হোসেন, তানভীর লতিফ এবং জুবায়ের হাসান প্রত্যেক নেন ১টি করে উইকেট।