আমাদের পথটা একান্তই আমাদের

হৈমন্তী তালুকদার | রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

কে কি বললো? মনে করলো? ভেবে কোনো লাভ নেই কারণ আপনি যখন অসময়ে থাকবেন কেউ তো আপনাকে সময়ে ফিরাবেনা আপনার কষ্ট আপনার, আপনার সন্তান আপনার, আপনার পরিবারও আপনার। তাই লোকে কি বলে, কি ভাবে সত্যি কোনো কাজে আসে না, বরং একগাদা আধোয়া কাপড়ের মতো গায়ে জড়িয়ে থাকে, অস্বস্তি হয়, ঘিনঘিন করে মন তাই ঝেড়ে ফেললেই মঙ্গল। মন থেকে নেগেটিভ ভাবনাগুলো বাদ দিয়ে দিলেই নিরাপদ থাকবো আমরা। তবুও মাঝেমধ্যে মনে লোকে কি বলে ভাবনাগুলো আসেনা তা নয়। কারণ সবাই আপনাকে বুঝতে পারে না, কেউ কেউ ভুল বুঝে আপনাকেই সঠিক হওয়ার পরামর্শ দিয়ে যায়। লোকে কী ভাবে আপনাকে নিয়ে? এই চিন্তা কম বেশী আসে, তখন আসে যখন আমরা অসময়ে লড়াই করতে থাকি মনযুদ্ধে। যারা আপনকে অনুভব করতে পারে না তাদের কথা ভেবে তাদের জীবনাচরণ দেখে মনে আফসোস ও করে লাভ নেই, হা হুতাশ কষ্ট পেয়েও লাভ নেই আমার জীবনটা এমন কেন? কারণ আপনি যে জীবনের পরিসরে লড়াই করছেন তারা সে জায়গায় একদিন ও লড়াই করতে আসবে না, মুখ ফিরিয়ে নিবে, পাশ কাটিয়ে যাবে, দেখেও দেখবে না তাই আপনি আপনার গতিপথে হাঁটতে থাকুন, ক্লান্ত হয়ে পড়লে বসে পড়তে হবে তবে মাথায় হাত দিয়ে কপাল চাপড়ে নয় বরং আরো অনেক অমসৃণ পথ হাঁটার জন্য নিজেকে তৈরি করুন। আপনার পথে আপনিই তো হাঁটছেন একা, বিষণ্ন, কখনো একঘেয়ে কখনো সুখী, উচ্ছল কখনো প্রাণখোলা, আবার কখনো খিটখিটে সকলের অপছন্দের মানুষ, কখনো রাগী চেহারার বিদঘুটে একজন সবই তো আপনার বহুরূপী একজন মানুষ। সুখগুলো সবার, দুঃখগুলো একান্ত আপনার। তাহলে লোকে কি বলবে সে বলার সুযোগটা আর দিয়ে কি লাভ? আপনার জীবন আপনার, আপনার পরিসরে যারা ভাববেনা চিন্তা করতে পারেনা তাদেরকে দূরে নয় নিজে সরে আসুন, দুঃখ পেলে মনে মনে বিড়বিড় করে বলা উচিত তারাতো আমার কাছের কেউ নন। শুধু শুধু আশা করে দুঃখের কারণ বাড়িয়েছিলাম। আমিই তো কাছের মানুষ ভেবে ভুল করে আশা করছিলাম। ধন্যবাদ দিন অসময়কে সাময়িক কষ্ট দুঃখ পেলেও আপনি কিন্তু জীবনের সঠিক মানুষগুলো আর নিজেকে ততোদিনে কিছুটা সামলে নেওয়াটা একটু হলেও রপ্ত করতে শিখেছেন। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন,আর নিজের সত্যকে ধারণ করে নিজেকে একটু গুছিয়ে চলুন। কাউকে পরামর্শ নয় জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে সবাই আমরা কম বেশী শিখি। শুভকামনা সকলের জন্য। সকলে সুখী হোক। আমিও সুখে বাস করি। লেখক: কবি, আবৃত্তিকার

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ্য ধূমপানে কার্যকরী আইন প্রয়োজন
পরবর্তী নিবন্ধআত্ম অন্বেষণের অনুশীলন বিদর্শন