প্রকাশ্য ধূমপানে কার্যকরী আইন প্রয়োজন

| রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

দেশে অগণিত ধূমপায়ী জনগণ রয়েছে, আবার ধূমপানকে বিন্দুমাত্র সইতে পারেনা তেমন লোকের সংখ্যাও কম নয়। ধূমপান করেনা এমন লোকের সামনে বা প্রকাশ্য ধূমপান একটি শাস্তিযোগ্য অপরাধ, যার জন্য আইনও রয়েছে কিন্তু কার্যকরীতা খুব কমই রয়েছে। দেশের প্রতি বছরের বাজেটে তামাকজাত পণ্যের দাম বৃদ্ধি করা হয়, তবুও দিনকে দিন ধূমপায়ীর সংখ্যা কমছেনা বরং বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রতিবছরই লক্ষাধিক মানুষ ক্যান্সারজনিত রোগ, কিডনি বা লিভারজনিত রোগসহ নানাবিধ কঠিন রোগে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুও বরণ করছে। তবুও সমাজে এসব তামাকের ব্যপারে সচেতনতা সৃষ্টি হচ্ছেনা। সরকারি আইনমতে প্রতিটা তামাকজাত পণ্যের প্যাকে তা যে ক্ষতিকর দ্রব্য তার সচেতনতা বার্তা দেওয়া, তা মোটামুটি প্রায় সব কোম্পানিই মেনে চলে। সরকার-প্রশাসনের উচিত ঠিক তদ্রুপভাবে আইন জারী করা কিংবা বর্তমানে থাকা আইনকে আরো কার্যকরী করা। যেখানে স্পষ্ট থাকবে কোন বয়সী লোক ধূমপান করতে পারবে, কোন বয়সী লোক তামাকজাত পণ্যের প্যাক ক্রয় করতে পারবে এবং সর্বসাধারণের সামনে ধূমপান করলে কি ধরনের শাস্তি লাভ করতে হবে তা। এই আইন সম্পর্কে দেশের সর্বসাধারণ নাগরিককে সচেতন গড়ে তুলতে হবে তবেই দেশের আগামী প্রজন্ম তামাকজাত পণ্য বা মাদকের ছোবল হতে রক্ষা পাবে।
বিনয়মিত্র ভিক্ষু (নিমফুল),
শিক্ষার্থী,
জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজ

পূর্ববর্তী নিবন্ধঋত্বিক ঘটক : মননশীলতায় ঋদ্ধ চলচ্চিত্রকার
পরবর্তী নিবন্ধআমাদের পথটা একান্তই আমাদের