চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের বাস্তবায়নাধীন প্রকল্পের নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অস্থায়ীভাবে নির্মিত বিকল্প শহীদ মিনারের উদ্বোধন আজ। সকাল ১১টায় উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, পেশাজীবী, সাংস্কৃতিক, রাজনীতিককর্মীসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য সাংস্কৃতিক কমপ্লেঙ প্রকল্পের অধীনে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার নতুনভাবে নির্মাণের জন্য ভাঙা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।