এই স্বীকৃতি আরো উৎসাহ যোগাবে : ড. গৌতম বুদ্ধ দাশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

শিক্ষায় এ বছর একুশে পদক পাচ্ছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। একুশে পদকে মনোনীত হওয়ায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ড. গৌতম বুদ্ধ দাশ আজাদীকে বলেন, এই সরকার আমাকে স্বীকৃতি দিয়েছে। এ জন্য সরকারকে ধন্যবাদ। রাষ্ট্রীয় এই স্বীকৃতি আমাকে আরো উৎসাহ যোগাবে। এর মাধ্যমে শিক্ষা নিয়ে আমার কাজের গতিশীলতা বাড়বে। আমার এ অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষা মন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ব্যক্তিগত পরিচিতি ও কর্মক্ষেত্র : প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ ১৯৬৩ সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৫ সালে অ্যানিম্যাল হাজবেন্ড্রি বিষয়ে তিনি বিএসসি অনার্স পাশ করেন। ১৯৮৬ সালে পোল্ট্রি নিউট্রিশন বিষয়ে এমএসসি এবং ২০১২ সালে একই বিষয়ে সফলতার সাথে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২০১৪ সালের ৯ ডিসেম্বর প্রথম দফায় চার বছরের জন্য সিভাসু’র উপাচার্য পদে নিয়োগ পান ড. গৌতম বুদ্ধ দাশ। পরবর্তীতে ২০১৮ সালের ৯ ডিসেম্বর দ্বিতীয় মেয়াদে সিভাসু’র উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন তিনি। অদ্যাবধি উক্ত পদে নিয়োজিত রয়েছেন।
তাঁর নিরলস প্রচেষ্টায় অতি অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়নের পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারীতে দ্বিতীয় ক্যাম্পাস, কঙবাজারে গবেষণা কেন্দ্র, ঢাকার পূর্বাচলে ‘টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটাল ও রিসার্চ সেন্টার’ স্থাপন এবং কাপ্তাই লেকে ভ্রাম্যমাণ গবেষণা তরি নির্মাণের ফলে-এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

পূর্ববর্তী নিবন্ধআমার কাছে অন্যরকম এক সম্মান : ড. জ্ঞানশ্রী মহাস্থবির
পরবর্তী নিবন্ধক্যান্সার চিকিৎসার সুযোগ বাড়ছে চট্টগ্রামে