পাহাড়ের মানুষের উন্নয়নে আন্তরিক সরকার

বান্দরবানে উন্নয়ন কাজের উদ্বোধনকালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:১১ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, “পাহাড়ের মানুষের উন্নয়নে আন্তরিক সরকার। আওয়ামী লীগ সরকার সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যাণে আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নির্মাণ করে সকল ধর্মের ঐতিহ্য এবং ধর্ম রক্ষায় কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ধর্ম-গোত্রের মানুষের সহাবস্থান এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির বড় উদাহরণ।”

আজ বৃহস্পতিবার(৩ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানে উন্নয়ন কাজের উদ্ধোধন ও শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুস ফরাজী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো.মামুনুর রশীদ, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, পৌরসভার ক্যাচিংঘাটা এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে ক্যাচিংঘাটা নুর জামে মসজিদ এবং ৫০ লক্ষ টাকা ব্যয়ে ক্যাচিং পাড়া মারমা শ্মশানের চেরাং ঘর এবং সিড়ি নির্মাণ, টংকাবর্তী পুলিশ ক্যাম্পের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

অপরদিকে, ক্যাচিংঘাটায় ব্যবসায়ী ওমর ফারুকের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে ৩৫০ পিস কম্বল বিতরণ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় একদিনে মৃত্যু ৩৩
পরবর্তী নিবন্ধপেকুয়ায় অস্ত্র তৈরি কারখানার সন্ধান