চট্টগ্রাম নগরীর বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গিয়ে তাহসিন মাহমুদ (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা তাহসিনের বাবা জাহাঙ্গীর আলম বলেন, গত সোমবার তাহসিন বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গিয়েছিল। খেলার সময় বলটি মাঠের পাশের একটি পরিত্যক্ত ভবনের উপর গিয়ে পড়লে সেটি আনতে যায় তাহসিন। এ সময় অসাবধানতাবশত সে একটি রডে গিয়ে পড়লে রডটি তার শরীরে বিদ্ধ হয়। এ সময় ঘটনাস্থল থেকে পার্কভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাহসিনকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, তাহসিন চট্টগ্রাম শহরের কর্ণফুলী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। তারা সপরিবারে চকবাজার এলাকায় থাকত। গতকাল তার মৃতদেহ শহর থেকে গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।