চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের মানুষরা। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি বিভাগীয় কমিশনার মো. আশরাফউদ্দিন, সহ সভাপতি আলহাজ্ব আলি আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, সহ-সভাপতি হাফিজুর রহমান, এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন জাহাঙ্গীর, ফুটবল সম্পাদক মো. শাহজাহান, ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর, ডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য নাসির মিয়া সহ কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।