বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষার একমাত্র অবলম্বন হিসেবে মানুষ করোনার ভ্যাকসির গ্রহণ করছে। সরকারি হিসাব মতে, দেশের ২৫ শতাংশ মানুষ দুটি টিকা নেওয়া সম্পন্ন করেছে। ইতিমধ্যে অনেক জায়গায় প্রবেশের জন্য টিকার সনদ দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে। যা আগামীতে আরও বেশি জরুরি হয়ে পড়বে। টিকার সনদ সংগ্রহ করতে গিয়ে অনেকে ভোগান্তির শিকার হচ্ছে। কারণ টিকার সনদ ডাউনলোড করার জন্য একটি ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) প্রয়োজন হয়। এই ওটিপি পাওয়া যায় পূর্বে যে নাম্বার দিয়ে টিকা নিবন্ধন করা হয়েছিল সে নাম্বারে। প্রথমদিকে মানুষ টিকা নেওয়ার প্রতি অনীহা প্রকাশ করেছিল। এজন্য বিভিন্ন এনজিও ও সেচ্ছাসেবী সংগঠন নিজেদের নাম্বার দিয়ে টিকা নিবন্ধন করেছে। অনেকের আবার নিবন্ধনকৃত সীমটি নষ্ট কিংবা চুরি হয়ে গেছে। এজন্য অনেকেই করোনার দুটি টিকা সম্পন্ন করার পরও সনদ সংগ্রহ করতে পারছে না। সরকারি যেসব ওয়েবসাইটে ওটিপি সংগ্রহ করার প্রয়োজন হয় সেসব ওয়েবসাইটে মোবাইল নাম্বার পরিবর্তনের সুযোগ আছে। কিন্তু সুরক্ষা অ্যাপে এ সুযোগটা নেই। তাই সুরক্ষা অ্যাপ নিয়ন্ত্রণকারীর নিকট আকুল আবেদন জনগণের ভোগান্তির কথা চিন্তার করে সনদ সংগ্রহের জন্য মোবাইল নাম্বার পরিবর্তনের সুযোগ করা হোক।
মো. সাইফুল মিয়া
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।