নগরীর খুলশী এলাকায় এক লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে খুলশীর আমবাগান এলাকার পাক্কা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ভুজপুর থানার গড়াভাঙ্গা এলাকার আব্দুল মালেকের ছেলে মো. হেলাল (২২) ও নগরীর বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ তৈয়ব সোসাইটি ওয়ার্ড ভিউ স্কুল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. মহিউদ্দিন (২১)।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলশীর আমবাগান এলাকার পাক্কা রাস্তা থেকে এক লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগের কিছু মামলা এখনো বিচারাধীন আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আজ (শনিবার) আদালতে পাঠানো হয়েছে।