চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬ কেজি জেলি মিশ্রিত গলদা চিংড়ি জব্দ করেছে। এ ঘটনায় মৎস্য ব্যবসায়ী বন সর্দারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী বলেন, দেওয়ানহাট মৎস্য আড়ত, চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা কাঁচা বাজারে ক্ষতিকারক জেলি মিশ্রিত গলদা চিংড়ি বিক্রির সংবাদ পেয়ে এ অভিযান পরিচালিত হয়েছে।
এ সময় বিক্রির জন্য রাখা ৬ কেজি জেলি মিশ্রিত গলদা চিংড়ি জব্দ করা হয় এবং মৎস্য ব্যবসায়ী বন সর্দারকে মৎস্য আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসের প্রধান সহকারী মুসলিম উদ্দিন, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অফিসার সোলতান আহমদ ও ক্যচিংনু মারমা।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া ইসলাম।