পাহাড়ি জেলা বান্দরবানে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন দেখা নেই সূর্যের। তারমধ্যে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও শৈত্য প্রবাহ। তীব্র শীতে হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে সর্দি কাঁশিসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত নারী–পুরুষ এবং শিশু রোগীর সংখ্যা। শীতের হাত থেকে বাঁচতে শীতার্ত মানুষেরা ভিড় জমাচ্ছে গরম কাপড়ের দোকানে। গত কয়েকদিনের ধারাবাহিকতায় গতকাল বুধবারও বান্দরবানে সূর্যের দেখা মিলেনি। শৈত্য প্রবাহে মানুষ ঘর থেকে বেরিয়ে কাজে যেতে পারেনি কোথাও কোথাও। বাজারের কেন্দ্রীয় মসজিদ এলাকা, কেএসপ্রু মার্কেটসহ বাজারের গরম কাপড়ের দোকানগুলোতে শীতার্ত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের শীত নিবারণের জন্য খড়খুটো দিয়ে আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে দিনের মধ্য প্রহরেও।
বাজারের ব্যবসায়ী মো. শহীদ ও মোহাম্মদ সমীর বলেন, কদিনের শৈত্য প্রবাহ এবং হাল্কা বৃষ্টিতে শীতের তীব্রতা বেড়েছে পাহাড়ে। শীত জেঁকে বসায় গরম কাপড় বিক্রিও বেড়েছে হঠাৎ করে। দুর্গমাঞ্চলের পাহাড়ি গ্রামগুলো থেকে হাট–বাজারে পণ্য নিয়ে আসা পাহাড়ি নারী–পুরুষেরা গরম কাপড় কিনছে বেশি।
স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তাফা, টাঙ্কগুলি তঞ্চঙ্গ্যাসহ অনেকে বলেন, শীতের তীব্রতা হঠাৎ করেই বেড়েছে বান্দরবানে। শৈত্য প্রবাহে সূর্যের দেখা মিলছে না। তারমধ্যে হাল্কা হাল্কা বৃষ্টি যেন শীতের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। ঘরে ঘরে এখন ঠান্ডা–কাঁশি জনিত রোগে ভুগছে শিশু কিশোর এবং বয়স্করাও। শীতের কারণে কাজে যেতে পারছে না শ্রমজীবী মানুষজন। অলস সময় কাটাচ্ছেন ঘরে বসে। অনেকেই দিনের বেলাতেও খড়খুটো জ্বালিয়ে আগুনের উত্তাপ নিচ্ছে।
সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা বলেন, শীতের মধ্যে হাল্কা বৃষ্টি হচ্ছে। এমন আবহাওয়া শরীরের জন্য ভালো না। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে লোকজন। এমনিতে চলছে করোনাকাল। এই সময়টাতে মানুষকে আরও বেশি সতর্ক এবং সচেতন থাকতে হবে।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালাচ্ছে প্রশাসন। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শীতবস্ত্র দেয়া হচ্ছে। পাহাড়ের কোনো মানুষ যাতে শীতে কষ্ট না পায় সেদিকে নজর রেখেই কাজ করছে সংশ্লিষ্ট বিভাগগুলো।