রাস্তায় এক পথচারীকে ইচ্ছে করে ধাক্কা দেয় অজ্ঞাত যুবক। এরপর ঝগড়া শুরু করে। আশেপাশে থাকা তার সঙ্গীরা সাধারণ পথচারীর বেশে ঘটনাস্থলে এসে যুবকের পক্ষে কথা বলতে থাকে। একপর্যায়ে সুযোগ বুঝে অস্ত্র দেখিয়ে পকেটে যা কিছু আছে ছিনিয়ে পালিয়ে যায়। গত ২৪ জানুয়ারি নগরীর জুবিলী রোডে এভাবেই ব্যাংক ফেরত এক ব্যক্তির এক লাখ টাকা ছিনিয়ে নেয় ১০/১২ জনের একটি চক্র। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার পথচারীর অভিযোগে অভিযান চালিয়ে ৭ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো মো. রকি (২৪), রফিকুল ইসলাম বাপ্পি (২৭), মো. সাইফুল ইসলাম (৩০), মো. তৌহিদুল ইসলাম তপু (২৪), মো. জসিম উদ্দিন (২২), মো. সাহাবুদ্দিন (৩২) ও মো. তাজুল ইসলাম (৩৪)। গত মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় নগরীর হালিশহর নয়াবাজার থেকে রকি, সাইফুল, তৌহিদুল, রফিকুল নামে ৪ জনকে ও তাদের তথ্য মতে টাইগারপাসের পলোগ্রাউন্ড এলাকা থেকে বাকি তিন জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে একটি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ ও একটি টিপ ছোরা এবং লুণ্ঠিত ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন আজাদীকে বলেন, তারা একটি সংঘবদ্ধ চক্র। ছিনতাই করে, ডাকাতিও করে। কখনো রাস্তায়, কখনো বাসে ধাক্কা দিয়ে মারামারির পরিস্থিতি সৃষ্টি করে। আবার তারা কখনো বিভিন্ন প্রেমিক প্রেমিকাকে টার্গেট করে, নির্জন স্থানে দেখলে প্রেমিককে তাদের বোনের সঙ্গে সম্পর্ক আছে বলে ছবি দেখানোর ভান করে মোবাইল নিয়ে নেয়। মোবাইল দিতে না চাইলে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়াসহ সর্বস্ব লুটে নেয়। তারা দীর্ঘদিন ধরে নগরজুড়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল।