তোমরা কখনো পাখিকে মেরো না
পাখি প্রকৃতির প্রাণ
আমরা ঘুমের চোখ দুটি মেলি
শুনে পাখিদের গান।
পাখি ডানা মেলে আকাশে উড়লে
কবিতার কলি জাগে
চোখ মন প্রাণ হয় নন্দিত
পাখিদের অনুরাগে।
পাখিকে মারলে থাকবে না আর
পরিবেশে ভারসাম্য
মানুষের হাতে পাখির নিধন
একটুও নয় কাম্য।
পাখি আমাদের জীবনের সাথি—
বিশ্বাস যদি রাখি
প্রকৃতির মাঝে পাখি ও মানুষ
প্রীতির বাঁধনে থাকি।