এসো সবাই শীত তাড়াই

এমরান চৌধুরী | বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

 

 

এসো সবাই শীত তাড়াই

শীত তাড়াতে হাত বাড়াই

হাত বাড়ালে শীত যাবে

শীত কাতুরে গীত গাবে।

থাকে যারা কলতলায়

রাত্রি জেগে কলকলায়

কিংবা যাদে হাত খালি

কাঁথায় আছে সাততালি?

এসে সবাই শীত তাড়াই

তাদের প্রতি হাত বাড়াই।

পথকলিরা আজ কেমন?

টোকাইরও কী হাল তেমন?

আসমানিরা করছে কী

বাসন্তী মাছ ধরছে কি?

এসো সবাই শীত তাড়াই

তাদের প্রতি হাত বাড়াই।

হাত বাড়ালে শীত যাবে

শীতকাতুরে গীত গাবে।

পূর্ববর্তী নিবন্ধশীতের কামড়
পরবর্তী নিবন্ধমাগো আমার মা