এবং তোমাদের মধ্যে সেই নারী পুরুষ এমন অপকর্ম করে, তাদেরকে কষ্ট দাও।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৪:১৬) সূরা নিসা।
দরিদ্র ব্যক্তি তাহার পরিশ্রমলব্ধ আয় হইতে তাহার আত্মীয়–স্বজনকে যাহা দান করে তাহাই সর্বাপেক্ষা উত্তম দান।
– আল–হাদিস (বোখারী, নাছায়ী, আবু দাউদ)।
পিতার আত্মনিয়ন্ত্রণই ছেলেমেয়েদের পক্ষে সর্বশ্রেষ্ঠ উদাহরণ।
– ডেমোক্রিটাস।