গাউসিয়া কমিটির কেন্দ্রিয় চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ বলেছেন, এ সংগঠন শুধু ত্বরিকতের নয়, মানবিক সংগঠন হিসেবেও দেশজুড়ে প্রশংসিত হয়েছে। গাউসিয়া কমিটি রাসুল (দ.) ও গাউসে পাকের আদর্শ অনুসরণ করে পরিচালিত হয়। করোনা কালে গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিম দাফন কাফন ও সৎকার কাজে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল। তিনি গত শনিবার বৈলতলী রোডস্থ খানকাহ্ শরীফে অনুষ্ঠিত পটিয়া উপজেলা গাউছিয়া কমিটির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী শামীমের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দীন বখতেয়ার। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব মাহবুবুল হক খাঁন, দক্ষিণ জেলা সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ছগির চৌধুরী, নেজাবত আলী বাবুল, হাবিব উল্লাহ্ মাস্টার, শেখ সালাহ উদ্দিন, আবুল মনছুর, মোজাফফর আহমদ, হাজি আবু মোহসীন, দিদারুল আলম, আলহাজ্ব সাইফুল আলম প্রমুখ। ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ছগির চৌধুরী। এতে শহীদুল ইসলাম চৌধূরী শামীমকে সভাপতি ও হাজী শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।