দক্ষিণ জেলা খেলাঘরের সম্মেলন সম্পন্ন

| সোমবার , ২৪ জানুয়ারি, ২০২২ at ৮:২৬ পূর্বাহ্ণ

 

আনন্দময় শৈশব চাই, সুখি সুন্দর বাংলাদেশে’এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা খেলাঘরের সম্মেলন সিটি কর্পোরেশন মিলনায়তনে (কেবি আবদুস সাত্তার মিলনায়তন) দক্ষিণ জেলার ১৭ টি শাখা আসরের কাউন্সিলরদের উপস্থিতিতে গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভাপতি সাংবাদিক জসীম চৌধুরী সবুজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার, প্রকৌশলী রথীন সেন, খেলাঘর বিভাগীয় সমন্বয়ক রেজাউল কবির, কেন্দ্রীয় নেতা প্রদীপ ভট্টচার্য্য প্রমুখ। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন, খেলাঘর কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি নাথ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চট্টগ্রাম দক্ষিণ জেলা খেলাঘরের সহসভাপতি ওসমাণ গণি চৌধুরী বাবুলের সভাপতিত্বে জাতীয় শিশুকিশোর সংগঠন খেলাঘরের সাংগঠনিক অধিবেশনে দক্ষিণ জেলা কমিটির নব নির্বাচিত কমিটিতে প্রফেসর এবিএম আবু নোমানকে সভাপতি ও অ্যাড. শৈবাল আদিত্যকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। সম্মেলনে খেলাঘর ভাইবোনদের মনোজ্ঞ পরিবেশনা সম্মেলেন আগত অতিথিদের মুগ্ধ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিইএম কোম্পানি অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পাওনা টাকা আদায়ের দাবি
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি মানবিক সংগঠন হিসেবে প্রশংসিত হয়েছে