নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকা থেকে গাঁজাসহ আব্দুল মান্নান রিয়াদ নামে এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার তাকে আটক করা হয়। এ সময় তার থেকে ৪০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটক আব্দুল মান্নান রিয়াদ (২৪) ফেনী সদরের উত্তর ছালিপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, বিপুল পরিমাণ গাঁজা নিয়ে এক ব্যক্তি ফেনী থেকে চট্টগ্রামের দিকে আসছে এমন তথ্য ছিল। তাই বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজার এলাকার ঢাকা-চট্টগ্রামমুখী সড়কে চেকপোস্ট স্থাপন করি। পরে একটি প্রাইভেটকারে তল্লাশির সময় গাড়ির পেছনে বস্তাবন্দি ৪০ কেজি গাঁজা উদ্ধার করি। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছিলেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।