চট্টগ্রামে হ্যান্ডবল খেলোয়াড়দের পূণর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

| বুধবার , ১৯ জানুয়ারি, ২০২২ at ১১:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে হ্যান্ডবল খেলোয়াড়দের নিয়ে পূণর্মিলনী অনুষ্ঠান করার লক্ষ্যে এক প্রন্তুতি সভা গত সোমবার বিকেলে এম.এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ও সিজেকেএস নির্বাহী সদস্য আ.ন.ম ওয়াহিদ দুলাল। সভায় বক্তব্য রাখেন সিজেকেএস হ্যান্ডবল কমিটির সদস্য জাবেদা বেগম মিতুল, মোঃ হায়দার আলী, জাহিদুল আমিন তারেক, শিমুল দে, রেজাউল করিম রাশেদ, হ্যান্ডবল খেলোয়াড় পূণর্মিলনী উদযাপন মূল পরিষদের সদস্য সচিব মোঃ মারুফ, সাংগঠনিক উপ-পরিষদের সহ-সমন্বয়কারী টিটন বিশ্বাগ্রী শান্তুনু, এরফানুল ইসলাম খান লাবু, মো. মাসুদ করিম, নুরুল আমিন লাবু, মো. মামুনুর রহমান, সানি দত্ত, এ.এস.এম শাকিরুল হক, মো. আমজাদ প্রমুখ। ১৯৮৩ সালে দেশে নতুন শুরু হওয়া খেলা হিসেবে হ্যান্ডবল আজ এক বিরাট মহীরুহের আকার ধারণ করেছে। সেই শুরু থেকে এখন পর্যন্ত জাতীয় দলে চট্টগ্রামের উল্লেখযোগ্য সংখ্যক হ্যান্ডবল খেলোয়াড় অংশগ্রহণ করেছে। ঢাকার বাইরে একক জেলা হিসেবে সর্বোচ্চ সংখ্যক জাতীয় প্রতিযোগিতার আয়োজকের অনন্য সম্মানের অংশীদারও হয়েছে। সভায় বক্তারা বলেন চট্টগ্রামে সকল হ্যান্ডবল খেলোয়াড়ের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে কার্যকর কর্মপদ্ধতি ও পরিকল্পনা আলোকে কাজ করার মানসে এক মেলবন্ধন তৈরীর চেষ্টায় এই পুনর্মিলনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লাকে আরো একবার শিরোপা জেতাতে চান লিটন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অশেষ তালুকদার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু