এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। আর যে নির্দেশ মেনে নেয় আল্লাহ ও আল্লাহর রসুলের।
— আলকোরানের বঙ্গানুবাদ (৪:১৩) সূরা নিসা।
নিষ্ঠুর ও দুশ্চরিত্র লোকের অন্তর হইতে দয়া নিশ্চিহ্ন করিয়া ছিনাইয়া রওয়া হয়।
— আলী হাদীস (আবু দাউদ)।
একটি খারাপ সূচনা খারাপ সমাপ্তি ডেকে আনে।
— ইউবিপিডিস।