রাঙামাটিতে ক্যাপ্টেন গাজী হত্যা মামলার আসামি আটক

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ জানুয়ারি, ২০২২ at ৮:১৪ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচরে ক্যাপ্টেন গাজী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ও ইউপিডিএফ (প্রসিত বিকাশ খীসা গ্রুপ) এক সদস্যকে আটক করা হয়েছে। ঘাগড়া আর্মি ক্যাম্প কর্তৃক অভিযান চালিয়ে এই অস্ত্রধারীকে আটক করা হয়।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) নানিয়ারচর উপজেলার হাজাছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে যৌথ বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করে জ্ঞানময় চাকমা জিতু(৫২) নামের এ আসামিকে আটক করা হয়।

অভিযানে অপর তিনজনকে আটক করা হলেও খোঁজ নিয়ে জানা যায় তারা সাধারণ বাসিন্দা। পরে তাদেরকে ছেড়ে দেয় যৌথ বাহিনীর সদস্যরা। এর আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জ্ঞানময় চাকমার সাথে থাকা বাকি সদস্যরা পালিয়ে যায়।

এসময় একটি দেশীয় শটগান, একটি মেগাফোন, তার ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, জাতীয় পরিচয় পত্র ও গুরুত্বপূর্ণ কিছু নথি পাওয়া যায়।

জ্ঞানময় চাকমার নামে নানিয়ারচর থানায় ১৮৬০ এর ৩০৪/৬ ধারায় একটি মামলা রয়েছে। এছাড়াও ২০১৮ সালে লংগদু থানায় ৩৫৫/১৮ এর ৩০২/৩৪ ধারায়ও একটি মামলা রয়েছে।

সূত্রে জানা যায়, জ্ঞানময় চাকমা খুন, গুম ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। ২০০৬ সাল থেকে পলাতক থেকে সে এসব অপকর্ম এবং ইউপিডিএফ-এর কেন্দ্রীয় দপ্তর পরিচালক হিসেবে দায়িত্বপালন করে আসছে। জ্ঞানময় অস্ত্রসহ জেএসএস থেকে পালিয়ে ইউপিডিএফ প্রসিত গ্রুপে যোগদান করেছে বলেও স্থানীয় সূত্রে জানা যায়।

এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদারের কাছে জানতে চাইলে তিনি জানান, দেশীয় অস্ত্রসহ এক ইউপিডিএফ সদস্য আটক হয়েছে। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। আগামীকাল বুধবার(১৯ জানুয়ারি) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, ২০০৬ সালে নানিয়ারচরে সশস্ত্র সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ক্যাপ্টেন গাজী নিহত হন।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে ক্যারিয়ার বিষয়ক আয়োজন ‘ব্যাংকারস হান্ট’
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনের অদূরে ১২ লাখ ইয়াবা, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার