সাধারণ ঠান্ডার সঙ্গে ওমিক্রনের পার্থক্য বোঝা যাবে এক উপসর্গে

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৮ জানুয়ারি, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

ঋতু পরিবর্তনের সময় জ্বর-সর্দি-কাশি-হাঁচি এতদিন সাধারণ ব্যাপার ছিল। কিন্তু এখন সামান্য হাঁচি-কাশি হলেই মাথায় ঘুরে ওমিক্রন। করোনার সামপ্রতিক এই রূপটির অধিকাংশ উপসর্গ সাধারণ ঠান্ডা লাগার মতো। বিভ্রান্তির কারণ সেটাই। কিন্তু ঠান্ডা লাগার উপসর্গগুলো যে সাধারণ ঠান্ডা লাগা নয় তা কীভাবে বুঝবেন?
গত কয়েক মাস রোগীদের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, অধিকাংশ ওমিক্রন আক্রান্ত শরীরে যন্ত্রণা অনুভব করছেন। এই যন্ত্রণা মূলত দেখা যাচ্ছে শরীরের কোমর থেকে পা পর্যন্ত অংশে। সাধারণ ঠান্ডা লাগায় এই ধরনের ব্যথা বা যন্ত্রণা স্বাভাবিকভাবে দেখা যায় না। কোভিডের উপসর্গের ওপর নজর রাখার জন্য তৈরি করা হয়েছিল জোয়ি নামে একটি অ্যাপ। ওই অ্যাপে ওমিক্রনের দুটি নতুন উপসর্গ ধরা পড়েছে, যা সাধারণ ঠান্ডা লাগার উপসর্গ থেকে আলাদা।
লন্ডনের কিংস কলেজের মহামারি বিষয়ক অধ্যাপক টিম স্পেক্টর জানান, ওমিক্রন আক্রান্তরা সংক্রমণের শুরুর দিকে গা গুলানো বা বমি ভাব অনুভব করছেন। তারপর তাদের শরীরে, বিশেষত শরীরের নিচের অংশে যন্ত্রণা অনুভব করছেন।
এই দুই উপসর্গ তিন-চারদিন থাকছে। এরপর ধীরে ধীরে কমে যাচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকার যেসব রোগীর শরীরে ওমিক্রন দেখা দিয়েছে তাদের ওপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছে কিংস কলেজ অব লন্ডন।
ওমিক্রনের সাধারণত উপসর্গ হলো, গলায় অস্বস্তি, নাক দিয়ে পানি পড়া, হাঁচি ও ক্লান্তি ভাব। সঙ্গে পেশিতে ব্যথা এবং বমি ভাব। এছাড়া রাতের দিকে ঘাম হওয়া, গায়ে র‌্যাশ বেরুনোর মতো কিছু উপসর্গও ধরা পড়েছে ওই অ্যাপে।

পূর্ববর্তী নিবন্ধছবি নিয়ে ফেসবুকে ব্ল্যাকমেইল
পরবর্তী নিবন্ধএক সপ্তাহে রোগী বেড়েছে প্রায় ১৭ হাজার