নগরীর ডবলমুরিং থানাধীন পাসপোর্ট অফিস সংলঘ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু সাইদ অপু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মনসুরাবাদ বাজার এলাকার আবু তাহেরের ছেলে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মোটরসাইকেলের চাকার সাথে গলার মাফলার পেঁচিয়ে ঘুরতর আহত হয় আবু সাইদ অপু। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।












