চকরিয়ায় পুড়ল পাঁচ বসতঘর

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ১১:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতবাড়ির সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বুড়িপুকুর হিন্দুপাড়ায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অকুস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সঠিক কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তারা। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) রেজাউল করিম জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। কিছুক্ষণ পর তারা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পাঁচটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন- নিরঞ্জন কান্তি দে, বিশু কান্তি দে, লিটন কান্তি দে, হৃদয় রঞ্জন দেসহ পাঁচ পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা লিখিতভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে দেওয়ার জন্য স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবারগুলো যাতে পুনর্বাসিত হয় সেজন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী, উপজেলা পূজা কমিটির সভাপতি তপন কান্তি দাশ প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআলকরণ ওয়ার্ড আ. লীগের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধমোটরসাইকেলে মাফলার পেঁচিয়ে যুবকের মৃত্যু