ক্যানভাসে কবিতার ছন্দ-উপমা

শিল্পী অজয় সেন চৌধুরী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ জানুয়ারি, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

কবি তাঁর অনুভব ও অভিপ্রায় প্রকাশ করেন শব্দে ছন্দে উপমায়। তাকে নবজীবন দিয়েছেন শিল্পী রঙ তুলির ছোঁয়ায়। কলম-তুলি একাকার হয়ে নতুন এক মাত্রা পেল শিল্প। শিল্পী অজয় সেন চৌধুরী সেই কাজটিই করেছেন নিপুণ দক্ষতায়, চট্টগ্রামের কবিদের ক্যানভাসে তুলে ধরেছেন। ‘অন্ত্যমিলে এই বিকেলে’ শিরোনামে গতকাল থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে তিনদিনব্যাপী এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী কে এম এ কাইয়ুম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী আহমেদ নেওয়াজ, নাট্যজন শিশির দত্ত, কবি ও সাংবাদিক বিশ্বজিত চৌধুরী, নাট্যজন সনজীব বড়ুয়া, অধ্যাপিকা নাসিমা রুবি প্রমুখ।
শিল্পী অজয় সেন চৌধুরী আজাদীকে বলেন, এটি তাঁর তৃতীয় চিত্র প্রদর্শনী। প্রিয়জন বরেণ্য চিত্রশিল্পী সৈয়দ ইকবালের অনুপ্রেরণাতেই দুঃসাহসিক এ চেষ্টা। গতানুগতিক ধারার বাইরে এসে চট্টগ্রামের কবিদের কবিতাকে রঙ তুলির ছোপছাপে তুলে ধরার চেষ্টা করেছি। প্রদর্শনী প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। শিল্পী অজয় সেন চৌধুরীর তুলির আঁচড়ে যেসকল কবির কবিতা উঠে এসেছে, তাঁরা হলেন কবি স্বপন দত্ত, ময়ুখ চৌধুরী, খুরমীদ আনোয়ার, শিশির দত্ত, সনজীব বড়ুয়া, খালিদ আহসান, শাহিদ আনোয়ার, কমলেশ দাশগুপ্ত, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, আকতার হোসাইন, হোসাইন কবির, সেলিনা শেলী, কামরুল হাসান বাদল, জিল্লুর রহমান, পুলিন রায়, বাদল সৈয়দ, মুজিব রাহমান, ছন্দা দাশ, শম্ভু বিশ্বাস, অজয় সেন চৌধুরী, বিচিত্রা সেন ও প্রবীর দত্ত সাজু।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একজনকে জরিমানা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি ও ইউনিভার্সিটি অব সিডনির মতবিনিময়