রাঙামাটিতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একজনকে জরিমানা

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১৪ জানুয়ারি, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

রাঙামাটি শহরের শিমুলতলী এলাকায় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার অভিযোগে কাঞ্চন দাশ নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। কাঞ্চন দাশ শহরের কালিন্দীপুর এলাকার সমির দাশের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) এর বিধান লঙ্ঘন করেছে। এ অপরাধে কাঞ্চন দাশকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আর মাটি কাটবেন না, এই অঙ্গীকারনামা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, রাঙামাটি সদরে কারো বিরুদ্ধে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ বা তথ্য পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএকমাত্র ইডিইউতেই ফ্লিপড ক্লাসরুমে ক্লাস নেওয়া হয়
পরবর্তী নিবন্ধক্যানভাসে কবিতার ছন্দ-উপমা