শীতের সকাল এয়াকুব সৈয়দ | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৬:২৯ পূর্বাহ্ণ হিম কুয়াশায় ঢেকে থাকা সূর্য মামা হাড় কাঁপানো শীতের সকাল গরম জামা। শিশির কনায় শিউলী ঘুমায় দূর্বাঘাসে শীতের পাখি শিষ দিয়ে যায় মৌ বাতাসে। হিম বুড়িটা হিমটা ছড়ায় আকাশ জুড়ে অতিথি পাখি যায় উড়ে যায় মধুপুরে।