পরিশুদ্ধ রাজনীতিকরা এখন মাঠে নেই : মাহতাব

আজাদী ডেস্ক | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, প্রকৃত অর্থে রাজনীতি এখন অনেকটা নানা কারণে প্রশ্নবিদ্ধ। কারণ পরিশুদ্ধ রাজনীতিকরা এখন মাঠে নেই। অপ্রিয় হলেও সত্য তাঁরা কোণঠাসা হয়ে গেছেন। এটা হতাশার বিষয়। পরিশুদ্ধ রাজনীতিকরা যাতে মাঠে থাকতে পারেন, সেই আবহ তৈরি না হওয়া পর্যন্ত আমরা মাটি ও মানুষের ভাষা বুঝতে পারবো না। তিনি গতকাল মঙ্গলবার চট্টল শার্দুল এম এ আজিজের বাড়ি সংলগ্ন কবর প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, মাটি ও মানুষের ভাষা বুঝতে না পারলে কখনো আপাদমস্তক পরিপূর্ণ শুদ্ধাচারী রাজনীতিক হওয়া যায় না। ব্যক্তিক স্বার্থ পরিহার করে নির্মোহ আদর্শিক রাজনীতিবিদরাই বাংলাদেশের সকল অর্জনের মূল কাণ্ডারী ছিলেন। এম এ আজিজ এমনই একজন রাজনীতিক ছিলেন। তাঁর মতো কিছু রাজনীতিক বঙ্গবন্ধুর সহচর ছিলেন বলেই তিনি বাঙালি জাতিসত্তার ঠিকানা বাংলাদেশকে উপহার দিতে পেরেছিলেন।
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধপাইকারিতে এখনো চড়া চালের দাম
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিচ ম্যানেজম্যান্ট কমিটি পুনর্গঠন