বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে একজন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে গেলে এ নিহতের ঘটনা ঘটে।
নিহত আবু তালেম (৬০) কক্সবাজার জেলার পিএমখালী ৬নং ওয়ার্ডের মৃত পেঠান আলীর ছেলে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার জনস্বাস্থ্য অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আলমগীর হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।