বোয়ালখালীতে মেম্বার প্রার্থীর মাথা ফাটাল অন্য প্রার্থীর লোকেরা

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত এক মেম্বার প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকদের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে এসে সাধারণ সদস্য প্রার্থী রেজাউল করিম শাহেদ এ হামলার শিকার হন। আহত শাহেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেয়া হলে তার অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন কর্তব্যরত চিকিৎসক। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে রেজাউল করিম শাহেদ উপজেলা পোপাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোরগ মার্কায় সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। রেজাউল করিম শাহেদ জানান, উপজেলা সদরে আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দিতে আসলে সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে একদল যুবক অন্য এক প্রার্থীর পরিচয় দিয়ে আমাকে এলোপাতারি মারধর করতে থাকে। এসময় তাদের হাতে থাকা লাঠি দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করে। পরে এলাকাবাসী তাদের কবল থেকে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ১২৬ রানেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস
পরবর্তী নিবন্ধআসন ফাঁকা রেখে রেস্তোরাঁ খোলা রাখতে চান মালিকরা